কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামে প্রেমের সম্পর্কে হিন্দু সম্প্রদায়ের ছেলে মুসলিম হয়ে মুসলমান মেয়ে কে বিয়ে করে কিছু দিন সংসার করে। পরে ছেলে বাড়িতে চলে আসে পারিবারিক ভাবে হিন্দু মেয়েকে বিয়ে করার কথা শুনে মুসলমান মেয়ে দোলেনা বেগম স্ত্রীর মর্যাদায়(নব মুসলিম মোঃ আসাদ ইসলাম-সোহেল) স্বামীর বাড়িতে গিয়ে অবস্থান করলে স্বামীর পরিবারের লোকজনের
মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে নববধূ দোলেনা (২৮) গুরুত্বর আহত হয়ে প্রথমে কাউনিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিক্যালে পেরন করেন। পারিবারিক ও অভিযোগ সূত্রে জানাগেছে,উপজেলার নাজিরদহ গ্রামের মৃত্যু মোসলেম উদ্দিনের বিধবা কন্যা দোলেনা জীবিকার জন্য চট্রগ্রামে যায় সেখানে একই গ্রামের হরিদাস চন্দ্র দেবনাথের পুত্র শ্যামল চন্দ্র দেবনাথ (২৬) চট্রগ্রামের একই এলাকায় পাশাপাশি থেকে কাজ করে। মোবাইল নম্বর বিনিময়ের মাধ্যম তাদের উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ৭ ই এপ্রিল ২০২২ তারিখে কোট এভিডেভিট মূলে শ্যামল চন্দ্র দেবনাথ মুসলিম ধর্ম গ্রহন করে নতুন নাম (মোঃ আসাদ ইসলাম-সোহেল) দোলেনা কে এভিডেভিড মূলে বিবাহ করে। এর পর শ্যামল চন্দ্র দেবনাথ স্ত্রী দোলেনা কে চট্টগ্রামে রেখে বাড়িতে আসে। পরিবারের লোকজন তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এখবর পেয়ে দোলেনা বাড়িতে এসে ঘটনার দিন ১৯ ফেব্রুয়ারী ২৩ দোলেনা স্ত্রীর মর্যাদা পেতে (মোঃ আসাদ ইসলাম-সোহেল) শ্যামল চন্দ্র দেবনাথের বাড়িতে গেলে শ্যামলের পিতা হরিদাস চন্দ্র দেবনাথ সহ পরিবারের লোকজন মিলে দোলেনাকে মারপিট করে মাথা ফাটিয়ে রক্তাক্ত ও গুরুত্বর আহত করে। পরে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় তার অবস্থার অবনতি ঘটলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোন্তাছের বিল্লাহ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রকৃত তথ্য উদঘাটন করে ব্যবস্থা গ্রহন করা হবে।
.jpg)

0 coment rios: