কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া ভেলুপাড়ার ইটভাটা সংলগ্ন মোঃ জাকিরুল মাকা (১৮) নামে এক অটোরিকসা চালককে অজ্ঞান করে অটোরিকসা,মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। সোমবার রাত নয়টার দিকে উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহা সড়ক ভেলুপাড়ার ইট ভাটা সংলগ্ন এ ঘটনা
ঘটে। অটোরিকসা চালককে অজ্ঞান অবস্থায় স্থানীয়রা ইটভাটার শ্রমিকরা রাস্তায় থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করেছে। জাকিরুল মাকার বাড়ী,কাউনিয়া হারাগাছ ইউনিয়নের নজির দহ,গ্রামের কুমারপাড়ায়।তার পিতা মোঃ আবুল হোসেন, বলেন, হারাগাছ ইউনিয়নের বকুলতলা বাজার থেকে সন্ধা ৬টার দিকে চালক মোঃ জাকিরুল মাকা চার জন যুবককে নিয়ে কাউনিয়া যাচ্ছিল। কাউনিয়া থেকে ঘুড়ে ভেলুপাড়ার ইটভাটার কাছে গিয়ে রুমালের সাথে অচেতন জাতীয় দ্রব্য শুকিয়ে অজ্ঞান করে। এরপর তার সাথে থাকা একটি মোবাইল সেট,নগদ তিন হাজার টাকা ও অটোরিকসাটি নিয়ে চম্পট দেয় ওই দূর্বৃত্তরা। এসময় স্থানীয়রা ভাটার শ্রমিকরা মহাসড়কে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে বলে জানা গেছে। কাউনিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে’র কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে ওই আটোরিকসা চালক চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং আজই বাসায় নিয়ে যেতে পারবে।
.jpg)
 
 
 
 
 
 
 
 
 
 

0 coment rios: