কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ সামান্য বৃষ্টিতেই স্কুল মাঠে সৃষ্টি হয় জলবদ্ধতা। যেখানে শিক্ষার্থীদের খেলায় মেতে উঠবার কথা, সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের যেতে পানি ও কাঁদায় ভিজে। এমনই চিত্র দেখা যায় কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ সরকারি বিদ্যালয় ও কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এমনকি জলাবদ্ধতা ও কাাঁদার কারনে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না শিক্ষার্থীরা।সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠান দুটির মাঠ রাস্তা থেকে নীচু। পানি নিস্কাশনের স্বাভাবিক ব্যাবস্থা নেই।মাঠে কিছু অংশে পানি থাকলেও তা স্যাতস্যাতে। এতে শিক্ষার্থী ও শিক্ষকের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ
ছেড়ে মাঠে খেলতে পারেনা । জলাবদ্ধতার কারণে শ্রেণিকক্ষে যাতায়াতের সময় কোমলমতি শিক্ষার্থীরা অনেকেই পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি । একই কারণে কারণে স্কুল খোলা থাকা সত্বেও কমছে শিক্ষার্থীর উপস্থিতি। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।এমন পরিস্থিতি দ্রæততার নিরসনের জোর দাবি জানান, শিক্ষার্থী ও অভিভাবক মহল । এ বিষয়ে শিক্ষার্থী রিফাত বলেন, আমরা টিফিনের সময়গুলো মাঠে বসে কাটাতাম। কিন্তু এখন মাঠের আশেপাশে চলাফেরা করা যাচ্ছে না। শিক্ষার্থী মৃধা, দ্বীপ ও বর্না বলেন, কাঁদার কারনে স্কুল ড্রেস ভিজে নষ্ট হয়ে যায়,পরে গিয়ে হাত পা ভাঙ্গার সম্ভাবনা থাকে। স্কুলে এসে সবসময় শ্রেণীকক্ষে সময় কাটাতে হয়। এতে করে অনেকই স্কুলে আসতে চায় না। কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আসফিকা বুলবুল পেস্তা বলেন,আমার শিশুদের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে,আমি প্রাথমিক শিক্ষা অফিসার স্যারকে জানিয়েছি স্যার এসে দেখে গেছেন। মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী বলেন, আশেপাশের পানি মাঠে নেমে আসে এর ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, উপজেলা চেয়াম্যান বরাবর আবেদন করা হয়েছে । যাতে খুব দ্রæততম সময়ের মধ্যেই এই সমস্যাটির সমাধান করা যায়। এ বিষয়ে উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমি অবগত হয়েছি, উপজেলা পরিষদের পক্ষ থেকে সংস্কার করা হবে।Tuesday, June 14, 2022
Author: RDNEWSBD
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
%20(1).jpg)

0 coment rios: