কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুর রেঞ্জের ৬১ থানার মধ্যে ফ্রেব্রæয়ারী ২২ মাসের সামগ্রীক কর্মমূল্যায়নে কৃতিত্বপূর্ন কর্মকান্ডের জন্য শ্রেষ্ট থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান ও সাব ইন্সপেক্টর এসআই মোঃ সামিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।
গত বুধবার বিকালে রংপুর রেঞ্জের ডিআইজির সন্মেলন কক্ষে অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন শৃঙ্খলা ও বিভিন্ন অপরাধ বিষয়ক পরিস্থিতি পর্যালোচনা সভায় শ্রেস্ট অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মাসুমুর রহমানের নাম ঘোষনা করে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়। রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম শ্রেষ্ট অফিসার ইনচার্জ মাসুমুর রহমান মাসুম এর হাতে ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন।
রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ডিসিপ্লিন আ্যন্ড প্রসিকিউশন) শাহ মিজান শফিউর রহমান, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) জনাব মোঃ ওয়ালিদ হোসেন, পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) জনাব মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এ্যানালাইসিস্) জনাব মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ট্রাফিক) জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-বার, পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) জনাব খন্দকার খালিদ বিন নূর। রংপুর রেঞ্জের ৬১ থানার মধ্যে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ কে শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। মাসুমুর রহমান পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে পদোন্নতি পেয়ে কাউনিয়ায় থানায় যোগদান করেন। তার পৈতৃক নিবাস লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা মোগলহাট ইউনিয়নে কর্নপুর গ্রামে। তিনি মোঃ খয়বর আলী ও মোছাঃ আছমা বেগম এর জেষ্ঠ্য পুত্র। এ ছাড়াও পর্যালোচনা সভায় একই থানার ফ্রেব্রæয়ারী ২২ মাসের সামগ্রীক কর্মমূল্যায়নে কৃতিত্বপূর্ন কর্মকান্ডের জন্য শ্রেষ্ট সাব ইন্সপেক্টর এসআই মোঃ সামিউল ইসলামকে রংপুর রেঞ্জের শ্রেষ্ট সাব ইন্সপেক্টর নির্বাচিত হয়েছে।

0 coment rios: