কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত এক রোগী নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ২৬ ফেব্রয়ারী সড়ক দুর্ঘটনায় আহত হলে স্থানীয়দেও সহায়তায় অজ্ঞান অবস্থায় এক ব্যাক্তিকে হাসপাতালে আনেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন।
ওই অজ্ঞাত ব্যাক্তি কথা মতে তার নাম মোঃ আলী মাহবুব ইঞ্জিনিয়ার,পিতা আলী ওয়াজেদ মিয়া,রংপুর ল্যাব এইড এর উত্তর পার্শে মসজিদ সংলগ্ন তার বাড়ী, আজ রবিবার সরেজমিনে অধির চন্দ্র নামে এক লোক আলী মাহবুব কে নদিতে গোসল করাতে নিয়ে যাচ্ছে।কথা হয় অধির চন্দ্র কিছু দিন থেকে নিয়মিত খোজ খবর নিয়ে সেবা দিয়ে আসছেন ।
উপজেলা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুসফিক যুগের আলো প্রতিনিধিকে বলেন, রোগীর অবস্থা অকেটা ভাল কিছু দিন গেলে আরো ভাল হবে। তার নাম, ঠিকানা না জানতে পারায় স্বজনদের খবর দেয়া সম্ভব হচ্ছেনা।

0 coment rios: