সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Wednesday, February 16, 2022

আদর্শ গ্রামের ঝরে পড়া শিশুদের পাশে বেসরকারি সংস্হা 'সুখী মানুষ'

  • বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর আদর্শ গ্রামের ভূমিহীন বাসিন্দাদের ঝরে পড়া শিশুদের পাশে দাড়িয়েছে বেসরকারী সংস্থা সুখী মানুষ। এসব শিশুদের লেখাপড়ার জন্য তারা সেখানে একটি স্কুল স্থাপন করেছে।
  • মঙ্গলবার বিকেলে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মুছাব্বিরুল


  • ইসলাম স্কুলটি উদ্বোধন করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় সুখী মানুষ সংস্থাটি বাগেরহাটের চারটি উপজেলার কয়েকটি প্রান্তিক এলাকায় এই উদ্যোগ বাস্তবায়ন করবে।সংস্থাটির নির্বাহী পরিচালক নাফিসা আফরোজ বর্ণ এ-র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস তালুকদার, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, স্থানীয় ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মাহফুজুর রহমান খোকন প্রমূখ।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকার দেশে শতভাগ শিক্ষিত জনশক্তি গঠণে কাজ করছে। অভিভাবকদের নিজ সন্তানের শিক্ষা নিশ্চিত করতে আন্তরিক হতে হবে।তিনি বলেন, এই সব বিদ্যালয়ের মাধ্যমে সরকার প্রান্তিক এলাকার ঝরে পড়া শিশুদের জন্য বিনা খরচায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। অভিভাবকদের এজন্য কোন অর্থ ব্যয় করতে হবে না। বই খাতা কলম সবই বিনামূল্যে সরবরাহ করা হবে। এই কার্যক্রমকে সফল করতে প্রশাসনের পক্ষ থেকে তিনি সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: