বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে উপজেলার গাড়ফা (পশ্চিম পাড়া) পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিঠু শিকদার (৪০) উপজেলার গাড়ফা গ্রামের মোশারেফ শিকদারের ছেলে। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ফা (পশ্চিমপাড়া) থেকে ৪২ পিস ইয়াবাসহ আসামী মিঠু শিকদারকে আটক করা হয়।নিয়মিত মামলা দায়ের শেষে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

0 coment rios: