কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া মীরবাগ(কদম তলা) নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহসান হাবিব নান্নু (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রয়ারি) রাত ৯টার দিকে কাউনিয়া উপজেলার রংপুর কুড়িগ্রাম -মহাসড়কের মীরবাগ বাসস্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত নান্নু কুড়িগ্রামের উলিপুর উপজেলার মন্ডলের হাটের সেকেন্দার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত আহসান হাবীব নান্নু রংপুরের পাগলাপীর থেকে মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম(মন্ডলের হাট) নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কাউনিয়ার মীরবাগ বাসস্ট্যান্ডে পৌঁছালে পিছন দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন নান্নু। জানাগেছে নান্নু অফিসিয়াল মিউজিক নামের ইউটুব চ্যানেল আছে সে মিউজিক ভিডিও তৈরী করে ।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান মাসুম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর করা হয়।

0 coment rios: