এনায়েত করিম রাজিবঃ বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবীদ মরহুম আব্দুস সোবহান মুন্সির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শরণখোলা বাজারে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন।স্মরণসভায় ৪ নং সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু রাজ্জাক আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ"র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেনমুক্তা,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম এ রসিদ আকন, ডাকসুর সাবেক নেতা মোঃ আব্দুল হক গোলাম হায়দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন, রফিকুল ইসলাম কালাম,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক খান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ওয়াদুদ আকন সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামীলীগ,উপজেলা যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ ও তাতীলীগ নেতৃবৃন্দ প্রমূখ।
স্মরণসভায় এমপি আমিরুল আলম মিলনবলেন,আব্দুস সোবাহান মুন্সি দলের দুর্দিনে সব সময় ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন। একজন প্রবীণ রাজনীতিবীদ হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দলের কল্যাণে কাজ করে গেছেন।সভা শেষে আব্দুস সোবহান মুন্সির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

0 coment rios: