সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Wednesday, February 2, 2022

কাউনিয়ার শিবু বাগিচাপাড়ার ভাঙ্গা রাস্তায় দুর্ভোগ চরমে

কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলাধীন ৩নং কুর্শা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডের শিবু বাগিচা পাড়া মানুষের চলাচলের একমাত্র পথই হলো গ্রামের ভিতর দিয়ে বয়ে যাওয়া কাঁচা সড়কটি, যার সংযোগস্থল কাউনিয়া ও পীরগাছা উপজেলা শহর পর্যন্ত। শিবু বাগিচা পাড়া গ্রামের বাসিন্দা ছাড়াও বিভিন্ন প্রয়োজনে অন্যান্য এলাকা থেকে আসা জনসাধারণের ভোগান্তির কারণ এই ভাঙ্গাচোরা কাঁচা রাস্তাটি। জরুরী প্রয়োজনে 

এই এলাকার স্থানীয়দের জননিরাপত্তা ব্যাহত হচ্ছে বিশেষ প্রয়োজনে প্রশাসন, ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স কোনটির সঠিক সেবা নিতে পারেনা এই এলাকার মানুষ! বিশ্ব মানচিত্রে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হিসেবে অবস্থান তৈরী করলেও, যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় উন্নয়নের কোন অনুভূতি নেই এই এলাকার জনসাধারণের মাঝে। গ্রামবাসীরা বলেন, এই গ্রামের কোমলমতি শিশু শিক্ষার্থীসহ বিভিন্ন মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একমাত্র রাস্তা হলো এই কাঁচা সড়কটি। এই সরু কাঁচা রাস্তা দিয়ে অটো, রিকশা, বাইসাইকেল, মোটরসাইকেল বা পায়ে হেঁটে অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, অন্নদানগর দ্বিমুখী  উচ্চ বিদ্যালয়, শিবু উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাও কিন্ডার গার্টেনে শিক্ষার্থীরা যাতায়াত করেন।  বাংলাদেশ ছাত্রলীগ কারমাইকেল কলেজ শাখা ও সাধারণ



সম্পাদক কুর্শা ইউনিয়ন শাখার মোঃ শরীফুল ইসলাম মুকুল নেতা বলেন, একেতো চলাচলে বেহাল দশা অন্যদিকে রাস্তার দুই ধারে গড়ে উঠেছে বসতবাড়ী! স্থানীয় জনপ্রতিনিধিদের কোন প্রকার নজরদারি না থাকায়, অনেকেই রাস্তা দখল করে রেখেছে নিজের মতো করে। কেউবা পুকুর খনন করেছেন রাস্তা কেটে, কেউ-কেউ আবার ঘিরে রেখেছেন নিজ বাড়ীর সামনে! সরকারি রেকর্ডভুক্ত রাস্তাটিকে সংকীর্ণ হয়েছে কেবল স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে। একই গ্রামের অটো চালক বলেন,আমরা অটোনিয়ে কোন পার্শে যেতে পারি না রোগী কিংবা খালি গাড়ি প্রশাসন যদি দেখতো তাহলে এলাকার উপকার হতো।স্থানীয় যুবকরা বলেন, এই রাস্তা অনেক আগে সংস্কার করা হয়েছে, সাম্প্রতিক সময়ে নতুনভাবে পাকাকরণ ও প্রশার করার জন্য মেম্বার চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন কারোর নজরে আসেনি এই রাস্তাটি!বিশেষ করে বর্ষা-মৌসুমে হাটু পানি বেয়ে বৃদ্ধ মুসুল্লিসহ মসজিদের ঈমাম মুয়াজ্জিনদের জুতা হাতে নিয়ে নামাজে যাতায়াত, বই মাথায় নিয়ে শিক্ষার্থীদের পাঠশালায় যাওয়া আসার দৃশ্য, কোন নেতা বা জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি বলে এলাকাবাসির দাবী।

কাউনিয়া উপজেলাধীন ৩নং কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ বলেন, নতুন দায়িত্ব পেয়েছি ইউনিয়নের অবস্থা খুবই খারাপ ইউনিয়নের সব রাস্তা পাকা করা হবে কাচা থাকবে না একটিও রাস্তার নামের লিষ্ট করেছি পর্যায়ক্রমে সব রাস্তা পাকাকরন করা ইনশাআল্লাহ্  ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: