বাগেরহাট প্রতিনিধিঃকরোনা সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে সেজন্য বাগেরহাট শহরে মাস্ক বিতরন করেছে জেলা প্রশাসন। এসময় করোনা থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গনমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহম্মদ
আজিজুর রহমান। সোমবার (৩১ জানুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) খোন্দকার মোহম্মদ রিজাউল করিম, প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এসময়ে উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনায় অংশ নেন।

0 coment rios: