কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ গত শুক্রবার থেকে রংপুরের কাউনিয়া উপজেলা পুরাতন ঝংকার সিনেমা হল সংলগ্ন জিন্না চম্পা ফাউন্ডেশনে স্বল্প খরচে চিকিৎসা সেবা শুরু। মানবতার জন্য জিন্নাহ চম্পা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ ও সাধারন সম্পাদক মাহামুদুল হাসান পিন্টু সহযোগীতায়, কাউনিয়া বাসীর দৌর-গোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন ।
প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বেলা-২টা পর্যন্ত বিশেষজ্ঞ গাইনী ডাঃ মুকিমুজ্জান্নাতুন নেছা (অবস এন্ড গাইনী), সি এম ইউ ঢাকা ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এম এইচ শিশির চৌধুরী (এম বিবিএস রাজা, সি এম ইউ ঢাকা ) চিকিৎসক দ্বারা রোগি দেখবেন । সেবা নিতে আসা মোছাঃ বিলকিস বেগম জানান,গাইনি ডাঃ কাউনিয়া হাসপাতাল এ বসলেও ভালোভাবে সময় দিতে পারে না। এজন্য এখানে আসছি সময় নিয়ে ডাঃ আমার কথা গুলো সব শুনে চিকিৎসা দিলেন বিশেষ করে মহিলা রোগীর জন্য ভাল সেবা এখানে পাওয়া যায়। উল্লেখ্য প্রথম দিন শুধু মাত্র ১০০ টাকা। পরবর্তী পুরাতন রোগীর জন্য ৫০ টাকা করে ফাউন্ডেশন এর নিজস্ব ফরমে ঐ রেজিস্ট্রেশন থেকেই ডাক্তার দেখানোর সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রয়োজনে মোবাইল নং- ০১৭৭৭৭৬৭০৯৭
0 coment rios: