বাগেরহাট প্রতিনিধিঃ রাতে উড়ছে জাতীয় পতাকা শিরোনামে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জেলা পর্যায় থেকে তদন্ত সম্পন্ন হয়েছে।বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে ৯৫ নং বড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গত ২০ ডিসেম্বর তারিখ রাতে জাতীয় পতাকা উড়তে দেখে স্থানীয় লোকজন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম কে অবহিত করেন। শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন এর নির্দেশে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাধনা মল্লিক রাত ৮ টায় বিদ্যালয় উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সম্মুখে জাতীয় পতাকা নামায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কে মোবাইল ফোনে অবহিত করেন।এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ হলে
জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম ( স্মারক নং- জেপ্রশি/ বাগের/৭৯৭/৬) এর বলে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেন।
0 coment rios: