বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জের সিরাজ উদ্দিন মেমোরিয়াল (এসএম) কলেজের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম রিপন(৫২) আর নেই। শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ২টার দিকে নিজ বাড়িতে স্ট্রোকজণিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ১৯৯২ সালে এসএম কলেজের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। মোরেলগঞ্জ বেকারির স্বত্ত্বাধিকারি ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। দলমত নির্বিশেষে বিভিন্ন মহল থেকে সামাজিক মাধ্যমে শোকবার্তা দেখতে পাওয়া যায়। মৃত্যুকালে রিপন স্ত্রী ও ৩ ছেলে সন্তান রেখে গেছেন। শনিবার সকালে তার জানাযা ও দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

0 coment rios: