কাউছার মাহমুদ দিদারঃ সন্দ্বীপের শিক্ষা সামাজিক সেচ্ছাসেবী সংগঠন হাজী মোক্তাদের মাওলা (খোকন মিয়া) ফাউন্ডেশনের উদ্যেগে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ ২৬ জানুয়ারী ২০২২ এ উপলক্ষে সেনের হাট আবদুল বাতেন সওদাগরের বাড়িতে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব
করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী লিয়াকত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১১ নং মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, উত্তর সন্দ্বীপ কলেজের প্রভাষক নিঝুম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনউদ্দীন, ও সহকারী প্রধান শিক্ষক একে ফজলুল করিম, বক্তব্য রাখেন রাজনীতিবিদ সমাজকর্মী আবু তাহের, ফাউন্ডেশনের পরিচালক মাষ্টার শাহাবুদ্দীন শওকত, ফাউন্ডেশনের উপদেশের মাস্টার আবুল কাশেম, মাস্টার বিধান চন্দ্র দাস, উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহবায়ক আমিনুল হক চারু মিল্লাত, কাউছার মাহামুদ দিদার,মিলাদ মোদাচ্ছির, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার সহজ আরো অনেকে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রত্যককে সনদ ক্রেষ্ট, ও ২ হাজার টাকা করে নগদ প্রদান করা হয়।

0 coment rios: