বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে ৯৫ নং বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকার অবমাননায় সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের শাস্তি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করা হয়। গত মঙ্গলবার ( ২১ ডিসেম্বর) এলাকাবাসীর পক্ষে শরিফুল ইসলাম নামে জনৈক গ্রামবাসী এ আবেদন করেন।
এতে উল্লেখ করা হয়েছে যে, দেশব্যাপী যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে ঠিক তখনই গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বরইতলা প্রাথমিক বিদ্যালয়ে উত্তোলিত পতাকা ২০ ডিসেম্বর রাতেও দেখা গেছে উড়তে। নিয়ম অনুযায়ী সন্ধ্যার আগেই জাতীয় পতাকা নামাতে হবে। অথচ ওই স্কুলে টানা রাত তিন টানিয়ে রেখে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয় নানা দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় বুদ হয়ে থাকা এ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির হাওলাদার তার স্কুলে দিন- রাত ২৪ ঘন্টা পতাকা উত্তোলন করে পতাকাকে অবহেলা এবং অবমাননা করেছেন। জাতির এ আবেগঘন মূহুর্তে পতাকা নিয়ে এ ধরণের অবমাননাকর কাজের উপযুক্ত শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
উল্লেখ্য, উপজেলার ৯৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত কয়েকদিন ধরে দিনে এবং রাতে জাতীয় পতাকা উড্ডীয়মান থাকতে দেখা যায়। স্কুল কর্তৃপক্ষ সন্ধ্যায় পতাকা না নামিয়ে এভাবেই রেখে দেয়। ঘটনাটি কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায়ও প্রকাশিত হয়েছে।
তারই ফলশ্রুতিতে ওই স্কুলের প্রধান শিক্ষক নাসির হাওলাদারের শাস্তি দাবি করে এলাকাবাসী।

0 coment rios: