বাগেরহাট প্রতিনিধিঃব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাট প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে। ১৪ টি পদের বিপরীতে ২৩ জন প্রতিদ্বন্দীতায় অংশ নেয়, এতে নীহার-বাকী পরিষদের সকল প্রার্থী জয়ী হয়েছে। বিকাল ৩ টা থেকে ৫ টা
পর্যন্ত এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটের দিন সকাল থেকেই প্রেসক্লাব চত্বরের আশেপাশে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিলো।প্রার্থী,ভোটার এবং প্রার্থীদের স্বজনদের ব্যাপক উপস্হিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনে ৪০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে নীহাররঞ্জন সাহা ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দী বাবুল সরদার পেয়েছেন ১৬ ভোট,সহ- সভাপতি পদে ইশরাত জাহান ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দী নেয়ামুল হাদী রানা পেয়েছেন ১৯ ভোট,সাধারন সম্পাদক পদে আলহাজ্ব তালুকদার আঃ বাকী পেয়েছেন ২৩ ,নিকটতম প্রতিদ্বন্দী মীর জায়েসী আশরাফী জেমস পেয়েছেন ১৬ ভোট,সহ-সাধারন সম্পাদক পদে শেখ আজমল হোসেন পেয়েছেন ২২ ভোট,নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে লিটন সরকার পেয়েছেন১৬ ভোট।অর্থ সম্পাদক পদে মোল্লা মাসুদুল হক ২৩,নিকটতম আকমল উদ্দিন সাখী ১৬। দপ্তর সম্পাদক পদে শামসুর রহমান ২২ ,নিকটতম আজাদুল হক ১৮।তথ্য সম্পাদক নকীব সিরাজ বিনা প্রতিদ্বন্দীতায়।ক্রীড়া সম্পাদক পদে এস এম রাজ ২৬,নিকটতম অরিন্দম দেবনাথ ১৪ ভোট। এছাড়া কার্য্যনির্বাহী পদে তরফদার রবিউল ইসলাম ২৬,আহসানুল করিম ২৪,দেলোয়ার হোসেন ২৩,হাসান ফকির ২৩,আলআমিন খান ২৩,এস এস সোহান ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

0 coment rios: