এনায়েত করিম রাজিবঃবাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে শেখ হেলালউদ্দিন স্টেডিয়ামে ফেস্টুন ও পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ও জেলা ফুটবল এসোসিয়েশন বাগেরহাটের আয়োজনে উদ্বোধনী এ টুর্নামেন্টের খেলায় রামপাল উপজেলা দলকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাগেরহাট সদর উপজেলা দল। রবিবার (২৬ ডিসেম্বর ) বিকেলে একই মাঠে মোরেলগঞ্জ উপজেলা দলের সাথে মুখোমুখি হবে চিতলমারী উপজেলা দল।
উল্লেখ্য- এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলকে ৫০ হাজার টাকা ও রানারআপ ট্রফি পুরস্কার প্রদান করা হবে। এছাড়া প্রতিদিনের খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক পুরস্কার প্রদান করা হবে।

0 coment rios: