কাউনিয়া,রংপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কাউনিয়া উপজেলা শাখার যুগ্ন আহবায়ক আবু হাসান রায়হান রুশো’র পিতা রবিউল হাসান বাবুল (৭২) রবিবার রাত ২.৪০ মিনিটে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা নামাজ বাদ যোহর কাউনিয়া রেল কলোনী মাঠে অনুষ্ঠিত হবে বলে জানান। রবিউল হাসান বাবুল এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কাউনিয়া উপজেলা আহবায়ক মোঃ মানিক মিয়া এবং সদস্য সচিব মোঃ মোফাজ্জল হোসেন মোফা।রবিবার (১২ ডিসেম্বর) সন্ধায় সানাই মোড় অস্থায়ী কার্যালয়ে এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কাউনিয়া শাখার শাখার যুগ্ন আহবায়ক আবু হাসান রায়হান রুশো’র পিতা রবিউল হাসান বাবুল (৭২) এর মৃত্যুতে তার পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ধার্মিক, পরোপকারী ও সজ্জন ব্যক্তি হিসেবে তিনি এলাকার মানুষের নিকট ছিলেন শ্রদ্ধাভাজন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম মোঃ কামাল উদ্দীনকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

0 coment rios: