বাগরহাট প্রতিনিধিঃ বাগেরহাট যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের ডাকবাংলা ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্ররের মানুষ। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা
প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বাগেরহাট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেছাসপবক লীগ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, বাগেরহাট ফাউন্ডেশন ও প্রেসক্লাব। ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের গার্ড অব অনার ও শহীদদের আত্নার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

0 coment rios: