এনায়েত করিম রাজিবঃবাগেরহাট প্রতিনিধিঃমুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বাগেরহাটে জেলা সমাবেশ-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার, জনাব মোল্লা আমজাদ হোসেন, পিএএমএস, বিশেষ অতিথি ছিলেন জনাব এ, কে, এম জিয়াউল আলম, পিভিএমএস, পরিচালক, ভিডিপি-প্রশিক্ষণ, সদর দপ্তর, ঢাকা, এছাড়া বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জনাব আসাদুজ্জামান, জেলা কমান্ড্যান্ট, খুলনা জনাব মোঃ সেলিমুজ্জামান, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট, বাগেরহাট ফারুক আহমেদ, উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ শাহীনুজ্জামান।
সমাবেশে বক্তরা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অভিষ্ট লক্ষ্য জননিরাপত্তা ও আর্থ সামজিক উন্নয়নে দক্ষ জনশক্তি তৈরি করা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৬১ লক্ষ সদস্য-সদস্যার সর্ববৃহৎ সুশৃংখল বাহিনী যার বিস্তৃতি থানা, উপজেলা, ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত। “গ্রাম হবে শহর” মাননীয় প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে আনসার সদস্য-সদস্যাগণ, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীগণের অধীনে নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। পরে কৃতিত্বপূর্ন কাজের স্বীকৃতি স্বরুপ দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে পুরস্কার ও চলাচলের সুবিধার্থে বাইসাইকেল বিতরণ করা হয়।

0 coment rios: