কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলায় অক্সফাম ইন বাংলাদেশ এর অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত রি-কল ২০২১ প্রকল্পের আওতায় ০৯ ডিসেম্বর ২০২১ তারিখে কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে ছাত্র ছাত্রী, সিবিও এর সদস্য এবং উপজেলা প্রশাসন সহ অন্যান্য বেসরকারী সংস্থার সমন্বয়ে বর্নাট্য র্যালী ও আলোচনা সভা করা হয় । অনুষ্ঠানে জয়ীতাদের পুরুস্কার বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে জনাব মোছাঃ রেবেকা ইয়াছমিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,কাউনিয়া, রংপুর এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোছাঃ তাহমিনা তারিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ আব্দুল হাকিম বীরমুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার,কাউনিয়া,রংপুর, আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজনেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মনোজিত কুমার সরকার, এবং আরডিআরএস বাংলাদেশ এর বিভিন্ন কর্মকর্তা বৃন্দ প্রমুখ।

0 coment rios: