সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Tuesday, November 9, 2021

আসন্ন শীতে ব্যাস্ত কাউনিয়ায় লেপ-তোষকের কারিগররা

মোঃ আসাদুজ্জামান,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় শীতের আগমন ঘটায় লেপ-তোষক তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছে ধনুকররা। তিস্তানদী বেষ্টিত চরাঞ্চলসহ গ্রামীন জনপদে বিরাজ করছে শীতের হিমহিম আমেজ। দিনের বেলা তাপমাত্রা বাড়লেও সন্ধ্যা গড়লে কুয়াশায় ঢেকে যাচ্ছে এখানকার জনপদ। রাত গভীর হওয়ার সাথে বাড়ে ঠান্ডার প্রকোপ এতে ফ্যানের কদর কমে বাড়তে শুরু করেছে কাঁথা-কম্বল ও চাদরের। ফলে বেরিয়ে পড়ছে তুলে রাখা কাঁথা-কম্বল, সুয়েটার, মাফলার, লেপসহ শীত নিবারনের নানা বস্ত্র। সেই সাথে মানুষ ভীড় জমাচ্ছে ধনুকরদের দোকানে লেপ-তোষক তৈরী করে নিতে। গ্রাহকের চাহিদা বেড়ে যাওয়ায় লেপ-তোষক তৈরীতে ব্যস্ত সময় পার করছেন এখানকার কারিগররা। 

কাউনিয়া থানা রোডে মশিউর বেডিং ষ্টোরের মালিক আফসার আলী জানান, এবারে শীতের তীব্রতা বাড়বে সেই আশঙ্কায় লেপ-তোষক তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছে নারী-পুরুষ সম্মিলিত ধনুকররা। এখানে প্রতিটি লেপ বিভিন্ন রকম তুলার ভেদে ১৫০০ থেকে ৪০০০ টাকায় তোষক লেপ ১২০০ থেকে ২৫০০ টাকা এবং জাজিম ৪০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাপড় ব্যবসায়ী মতিয়ার রহমান, রাম চন্দ্র, মজনু মিয়া বলেন, উপজেলায় শীতের আগমন ঘটায় মানুষ আগাম লেপ-তোষক তৈরীতে ঝুঁকে পড়েছেন। তাই বর্তমানে লেপ-তোষকের কাপড় ও তুলার ক্রেতা বেড়েছে। ধনুকর মোঃ হামিদুল,নুরুজ্জামান,আব্দুস সাত্তার,ফারুক হোসেন, সোবেদ আলী জানায়, প্রতিদিন গড়ে ৫টি থেকে ৭টি লেপ-তোষক তৈরী করে ১০০০ থেকে ১২০০ টাকার মতো রোজকার করতে পারি। 

তুলা ব্যবসায়ী মহুবর রহমান বলেন, কার্পাস তুলার কেজি ২৫০, শিমুল তুলা ৩০০ এবং গার্মেন্টস তুলা ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রয় হচ্ছে। লেপ-তোষক তৈরীর কাজে ব্যস্ত ধনুকর নুরুজ্জামান জানান, বর্তমানে দেশী তুলা বিশেষ করে শিমুল ও কার্পাস তুলার উৎপাদন কম আর দাম বেশী হওয়ার ফলে বেশীরভাগই গার্মেন্টেসের তুলা দিয়ে লেপ-তোষক তৈরী হচ্ছে। বৎসরের এই সময়টার উপার্জন দিয়ে বাকী সময় পারি দেয়ার জন্য দিন-রাত একাকার কাজ করে যাচ্ছেন স্থানীয় ধনুকররা। 



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: