বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ২৯৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা ক্রয় অনিয়মের অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন এর অভিযোগের ভিত্তিত্বে বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) সকাল ১১ টায় মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ( প্রকিউরমেন্ট) শেখ মোঃ রায়হান উদ্দিন এ অভিযোগের তদন্ত সম্পন্ন করেন। এসময়ে সেখানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকগণ সেখানে উপস্থিত ছিলেন।
ডিজিটাল হাজিরা ক্রয় সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা রায়হান উদ্দিন। তদন্তে সাড়ে পাঁচ হাজার টাকার ডিজিটাল হাজিরা ১৮ হাজার টাকায় দেখানো হয়েছে বলে প্রমাণিত হয়েছে। ডিভাইস সরবরাহকারী তিনটি প্রতিষ্ঠানের কাগজপত্র এবং স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তদন্ত শেষে চরম অসন্তোষ প্রকাশ করেন এ তদন্ত কর্মকর্তা।

0 coment rios: