বাগেরহাট প্রতিনিধিঃমোংলার কানাইনগর এলাকা থেকে রবিবার (৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৩টি এসএস পাইপ ও ০২টি কাঠের নৌকাসহ ০১ জন চোরাকারবারী আটক হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের লেঃ কমান্ডার মোঃ হাসানুজ্জামান জানান রবিবার আনুমানিক বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলার একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা থানাধীন কানাইনগর পশুর নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কোস্ট গার্ড ৩৫০কেজি ওজনের ২৩টি (২০ ফিট) এসএস পাইপ ( যার আনুমানিক মূল্য ৪০ লাখ ২৫ হাজার মাত্র) ও ০২টি কাঠের নৌকাসহ ১জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল এবং আটককৃত চোরাকারবারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা রয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার জোনাল কমান্ডারের পক্ষে লেঃ মোঃ হাসানুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
0 coment rios: