বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোংলা বন্দর শিল্প এলাকায় বসুন্ধরা এলপিজি কারখানায় শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয় এতে ৬ জন আহত হন। আহতদের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার কারখানার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বসুন্ধরা এলপিজি কারখানার গ্যাস রিফিল করার সময় দূর্ঘটনাটি ঘটে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনা গুরুতর কিছু না। খুলনা মেডিকেল কলেজ সূত্রে আহতদের নাম-ঠিকানা পাওয়া গেছে। আহতরা হলেন মো. সাইফুল (৩০) পিতা-মো. শাহ আলম, সাং-শেয়ালাবুনিয়া মোংলা বাগেরহাট, মো. তরিকুল ইসলাম (২৮) পিতা-রফিক শেখ সাং-ফয়লা বাজার থানা- রামপাল, নুর আলম (২৬) পিতা-নুরল ইসলাম সাং-করেডডন থানা-বটিয়াঘাটা খুলনা, আজিম (৩১) পিতা-ইনসান শেখ সাং- সোনাতুনিয়া থানা-রামপাল বাগেরহাট, ইমরান (২৯) পিতা-মোঃ আরোজ আলী সাং-পেড়িখালী থানা-রামপাল জেলা-বাগেরহাট, হাসান সিকদার (২৮) পিতাঃ আইয়ুব আলী সাং-পেড়িখালী থানা-রামপাল জেলাঃ বাগেরহাট। আহতদের হাত, মুখ, বুক, গলা ও হাটুর নীচে পুড়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে মোংলা থানার এসআই লিটন জানান বসুন্ধরা গ্যাস ফিলিং স্টেশনে রিফিল করার সময় লিক হয়ে বৈদ্যুতিক ত্রুটির কারনে অগ্নিদগ্ধ হয়ে ৬জন আহত হয়।
0 coment rios: