বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি
বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে ৪ নং দৈবজ্ঞহাটী ইউনিয়নের নব- নির্বাচিত চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ সামসুর রহমান মল্লিককে ব্যবসায়ীদের পক্ষ থেকে গন-সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সভায় বাজারের উন্নয়নের সাথে বক্তব্য রাখেন সংবর্ধিত চেয়ারম্যান মো. সামসুর রহমান মল্লিক, সেলিমাবাদ পুলিশ তদন্ত কেন্দ্রের আই. সি. মো.তরিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো. সলেমান মল্লিক, মাষ্টার আবুল কালাম মল্লিক, ডাঃ মিজানুর রহমান মিন্টু, সাংবাদিক শেখ মিজানুর রহমান ডিয়ার, মোঃ গিয়াস মল্লিক, বাজার কমিটির সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান (বাবুল), কোষাধ্যক্ষ মো. শামীম শেখ ও মো. সিদ্দিক হাওলদার প্রমুখ। সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে বাজার পরিচালনার জন্য ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন আহবায়ক মো. সামসুর রহমান মল্লিক (চেয়ারম্যান), যুগ্ম আহবায়ক ডাঃ শাওন মল্লিক ও মোঃ গিয়াস উদ্দিন মল্লিক, সদস্য সচিব মোঃ কামরুজ্জামন (বাবুল), কোষাধ্যক্ষ মো. শামীম শেখ, সদস্য মো.খায়ের শেখ, মো. আরিফ মল্লিক, শেখ মিজানুর রহমান মিলন, মো. আজিম মোল্লা, মো. রুবেল মল্লিক, মো. কুদ্দুস দিদার, মো. হারেজ শেখ, মো. শহিদুল শেখ ও মো. অলিয়ার মল্লিক। সভায় প্রধান অতিথি বাজারের অবকাঠামগত উন্নয়ন ও সমস্যা সমূহ সমাধানের বিষয় উপস্থিত ব্যবসায়ীদের আশস্ত করেন।

0 coment rios: