বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটে এক কেজি গাঁজাসহ মো. মোস্তাফিজুর রহমান মল্লিক (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ সোপর্দ করেন জনপ্রতিনিধি ও স্হানীয়রা। বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। আটক মোস্তাফিজুর রহমান মল্লিক বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মত লুৎফুর রহমান মল্লিকের ছেলে।
যাত্রাপুর ইউনিয়নের ইউপি সদস্য শেখ মোস্তফা কামাল বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল কিছু লোক। কিন্তু কোন ভাবে তাদেরকে নিভৃত করা যাছিল না। অনকদিন ধরে আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি। গতকাল রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথ ৩ জন লোককে ঘোরাঘুরি করতে দেখে আমাদের সন্দেহ হয়। তাদর ধরতে গেলে দুজন পালিয়ে যায় এবং আমরা একজনকে ধরতে সক্ষম হই। তার কাছ থেকে একটি প্যাকেট এক কেজি গাজা পাই আমরা। পরে মো. মোস্তাফিজুর রহমান মল্লিককে আমরা পুলিশের কাছে সোপর্দ করি।
বাগরেহাট মডেল থানার এস. আই. মো.কামরুজ্জামান বলেন, এক কজি গাজাসহ আমরা মো. মোস্তাফিজুর রহমান মল্লিক নামের এক ব্যক্তিক আটক করছি। তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়্ত্রণ আইন মামলা দায়ের পূর্বক মো. মোস্তাফিজুর রহমান মল্লিকক আদালতে সোপর্দ করা হয়েছে।

0 coment rios: