এনায়েত করিম রাজিবঃ বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ হেলালের মাতা মরহুম শেখ রাজিয়া নাসের এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এম এমদাদুল হক,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরামুজ্জামান,মো.হুমায়ুন কবীর মোল্লা,মো.শামসুর রহমান মল্লিকও উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা বৃন্দ।
আলোচনা সভা শেষে রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

0 coment rios: