বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাট প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্বরনে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ক্লাবের সহ-সভাপতি নকিব সিরাজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরন সভায় প্রয়াত সদস্যদের কর্ম জীবনের উপর আলোচনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবিন সাংবাদিক অধ্যাপক মোশারেফ হোসেন, ক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, মো. দেলোয়ার হোসেন, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারন সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী ও প্রয়াত সদস্যর পরিবারের সদস্য এ্যাডভোকেট সলিমুল্লা এলিস সহ ক্লাবের নেতৃবৃন্দরা। স্বরন সভা শেষে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও তবারক বিতরন করা হয়।

0 coment rios: