এনায়েত করিম রাজিবঃ বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনে স্বীকৃতি দেওয়ার দ্বিতীয় বর্ষ পূতি উপলক্ষে আনন্দ র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।অন্যান্যর মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আবজাল হোসেন মাসুম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. মুনসুর আলী শেখ, সাধারণ সম্পাদক মো. আল-আমিন শেখ প্রমুখ।আলোচনা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও সকলের মাঝে মিস্টি বিতরণ করা হয়।

0 coment rios: