বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাট জনসেবার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্হা বাঁধন মানব উনয়ন সংস্হা এর আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্ব ও সংস্হার নির্বাহী
পরিচালক মঞ্জুরুল হাসান মিলনের সঞ্চালনায় এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুত্ব ধারনা পত্র উপস্হাপন করেন সংস্হার প্রকল্প সম্বয়কারী সোহাগ হাওলাদার। উক্ত নাগরিক সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান মো. রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদিপ কুমার বকস্,ি উপজেলা সদর কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, উপজলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আসগর আলী, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ রনকুজ্জামান, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ মো: মহিতুর রহমান পল্টন, ষাটগম্বজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, রাখাল গাছি ইউপি চেয়ারম্যান শেখ আবু শামিম আসনু, সংবাদিক সৈয়দ শওকত হোসেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিকুন নাহার, বাঁধন মানব উনয়ন সংস্হার টেকনিক্যাল কো-অর্ডিনেটর শেখর কুমার ব্যানার্জী, কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, ফিল্ড ফ্যাসিলেটর উম্মে জাবায়দা, ফারজানা ববি, শরিফুল ইসলাম সাহানসহ ইয়ুথ গ্রুপর সদস্যরা।
শেয়ার করুন

0 coment rios: