সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Monday, November 1, 2021

চট্টগ্রামের সন্দ্বীপে আবারও ডাকাতি নগদ টাকা স্বর্ণলংকার লুট।

কাউছার মাহমুদ দিদার :-গত ৩১অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকায়  সন্দ্বীপ পৌরসভা ০৫ নং ওয়ার্ডে   ডাকাতি ঘটনা ঘটেছে। জানা গেছে উক্ত ওয়ার্ডে বাগালের বাড়ির কাতার প্রবাসী  কামরুল এ-র  একতলা বিল্ডিং ঘরের  প্রলাক্সিবল গেইটের তালা কেটে  ৬ /৭ জনের  ডাকাত দল ঘরের ভিতরে ঢুকে  অস্ত্রের মুখে জিম্মি করে  ঘরে থাকা মহিলাদের হাত পা  বেঁধে  আলমিরা  খুলে স্বর্ণলংকার,


নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে । একই রাতে পাশের আরো ২টি বাড়িতে   ঘরের সিদ কেটে  মোবাইল ফোন সহ দামী জিনিসপত্র নিয়ে যায় বলে স্হানীয় সূত্রে জানা গেছে।ডাকাতির ঘটনার বিষয়ে স্হানীয় কাউন্সিলর শামীমা আক্তার সুমি কে অবহিত করা হলে তিনি থানায় কল করেন। এবং   এ বিষয়ে ভিকটিমদের পরিবার হতে স্হানীয় সাংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি কে জানানো হলে তিনি থানায় কল করেন। পরে সকাল ১০ ঘটিকায়  তদন্ত কর্মকর্তা নুর আহমেদ এর নেতৃত্বে পুলিশের সঙ্গীয় একটি টিম ঘটনা স্হলে এসে স্হানীয় কাউন্সিলরদের নিয়ে   সরেজমিনে তদন্ত ও পরিদর্শন করেন। ডাকাতির ঘটনায় এখনো পর্যন্ত থানায়  কোন মামলা হয়নি। এছাড়াও  গত ২ মাসে সন্দ্বীপে ৩ টি ডাকাতি ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: