বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অপরাধে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক কে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় খাউলিয়া ইউনিয়নের চশমা প্রতীকের ( স্বতন্ত্র প্রার্থী) আঃ হাই খানের পক্ষে প্রভাব বিস্তারের দ্বায়ে তার শ্যালক এ্যাড. গোলাম কিবরিয়া তারিক কে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের ভ্রাম্যমান আদালত।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা ওসি (তদন্ত) তুহিন মন্ডল বলেন,নির্বাচনে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের দ্বায়ে এ্যাড.গোলাম কিবরিয়া তারিক কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এ বিষয়ে জানতে চেয়ে গোলাম কিবরিয়া তারিখের মুঠোফোনে যোগাযোগের চেস্টা করা হলে তার মুঠোফোন টি বন্ধ পাওয়া যায়।আগামি ২ নভেম্বর উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

0 coment rios: