কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে শনিবার মনোনয়ন পত্র দাখিল করেছে যুবলীগ নেতা মহি উদ্দিন ।
আগে সমর্থকরা উপজেলার রেল বাজার এলাকা থেকে শরু করে তকিপল বাজার হয়ে একটি বিশাল শোডাউন নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানং কার্যালয়ের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মোছাঃ ফাতেমা তুজ জোহরা ও অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর,ময়েন উদ্দিন কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন। ইন্জিয়ার খুরশিদ আলম, সাবেক কৃষি বাংক কর্মকর্তা জাফর আলী সাবেক ষ্টেশন মাষ্টার আঃ বারী তালুকদার, ফেরদৌস হোসেন, আব্দুর রহিম সহ আরও অনেকেই।

0 coment rios: