বাগেরহাট প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে শত্রুতার জেরে পা দিয়ে মাড়িয়ে এবং উপড়ে ফেলে এক কৃষকের দেড় বিঘা জমির ধানের ক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পূর্বক্ষণে উপজেলার হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাগেরহাট পুলিশ সুপারের কাছে নামীয় ৯ জন এবং অজ্ঞাত আরও ৭/৮ জনের নামে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মো. কামরুল ইসলাম। তিনি হোগলাবুনিয়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
জানা গেছে, জমি নিয়ে কামরুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল হক মৃধার ছেলে আবু ছালেক মৃধা গংদের বিরোধ চলছিল। এরই জের ধরে আবু ছালেক গং কামরুল ইসলামের দেড় বিঘা জমির ধানক্ষেত নষ্ট করে বলে ভুক্তভোগী কামরুল ইসলাম অভিযোগ করেন। তিনি বলেন, ৯০ নং হোগলাবুনিয়া মৌজায় এস এ ২৯৬ খতিয়ানের ৮২৪ নং দাগের ৪০ শতাংশ জমি এবং একই খতিয়ানের ২১৭ নং দাগের ১১ শতাংশ মোট ৫১ শতক বিলান জমি। যার কবলা দলিল আছে, এসএ রেকর্ড এবং খাজনা দাখিলাও আছে আমার। যার চৌহদ্দি পূর্বে আমি নিজে, পশ্চিমে শহীদুল, উত্তরে আঃ রব হাওলাদার এবং দক্ষিণে সোহরাব তালুকদার। আমরা পৈতৃকসূত্রে ওই জমি ১২ বছর ধরে ভোগদখল করে আসছি। আমার নানা মৃত হামেজদ্দিন এবং আমার পিতা মৃত মোফাজ্জেল ওরফে মোয়াজ্জেম হোসেন এই জমি মহাব্বত আলী শেখের কাছ থেকে খরিদ করে ভোগদখলকার ছিলেন। উক্ত জমি ওয়ারিশ সূত্রে আমি প্রাপ্ত হই এবং বছর বছর আমি চাষ করে আসছি।অভিযুক্ত আবু ছালেক গংয়ের প্রধান আবু ছালেক মৃধা বলেন, ধানক্ষেত কে নষ্ট করেছে -জানি না। তবে ওই জমি কামরুলদের নয়।

0 coment rios: