বাগেরহাট প্রতিনিধিঃ কচুয়ার বাধাল ইউনিয়ন আন্তঃওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে কচুয়া উপজেলার সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ২ নং ওয়ার্ড সাংদিয়া দল ৩-০ গোলে ৭ নং ওয়ার্ড রঘুদত্তকাঠী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বাধাল ইউপি চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ প্রধান অতিথি থেকে বিজয়ীদের ট্রফি ও নগদ অর্থ তুলে দেন। পুরস্কার গ্রহন করেন সাংদিয়া দলের অধিনায়ক প্রদিপ দাস ও রঘুদত্তকাঠী দলের অধিনায়ক বরুন কুমার দাস। এ সময় উপস্হিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক সমির কুমার চৌধুরী, ইউপি সদস্য বনলতা দাস, সেলিম শিকদার, নিলয় দাস, শেখ সেলিম, উত্তম দাস, ইব্রাহিম মোল্লা, মজিবর মাঝি, সুরাইয়া আক্তার বিনু সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

0 coment rios: