মোঃআসাদুজ্জামান, কাউনিয়া (রংপুর)প্রতিনিধি ঃআমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন এই প্রতিপাদ্য কে ধারন করে কাউনিয়ায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আফান উদ্দিন উপজেলা নির্বাচন অফিসার সুমিয়ারা পারভীন, সহকারী কৃষি কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম,উপ-সহকারী কৃষি অফিসার সহ সাংবাদিক বৃন্দ ।
আলোচনা বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি করা যায় এবং পুষ্টি খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য সকল মানুষকে সচেতন করা এবং জমি, বাড়ির আঙ্গিনা ও ছাদে নিরাপদ খাদ্য উৎপাদনে ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়।

0 coment rios: