মোঃ আসাদুজ্জামান আসাদ,কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দরভাবে ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে কাউনিয়া থানা পুলিশের আয়োজনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার দুপুরে উপজেলার ৬৫ টি দুর্গাপূজা মন্ডবের প্রধান ও পরোহিতদের নিয়ে কাউনিয়া থানা প্রাঙ্গণেএতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের সহকারী পুলিশ সুপার (এসএএফ) অতিরিক্ত দায়িত্বে সি-সার্কেল মোঃ আশরাফুল আলম। সভাপতিত্ব করেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান। বক্তব্য রাখেন- ওসি (তদন্ত) মোঃ সেলিমুর রহমান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তাপস সরকার পাপ্পু প্রমূখ। সভায় বক্তারা পূজা মণ্ডপের স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে ,আলাদা ভাবে বাহির ও প্রবেশ পথ রাখা সহ পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।


0 coment rios: