মোঃ আসাদুজ্জামান আসাদ,কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া বামনেরহাট শ্রীশ্রী কালীবাড়ী মন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সকাল ৮.৩০ মিনিটে মন্দির সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন মোঃ আনছার আলী (চেয়ারম্যান) সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ৫ নং বালাপাড়া ইউনিয়ন শাখা কাউনিয়া,রংপুর।
এ সময় মন্দির কমিটির উপদেষ্টা মন্ডলি সদস্য পরেশ চক্রবতী, সুশিল চন্দ্র বর্মন,প্রদিব চন্দ্র বর্মন, ঈশ্বর চন্দ্র শীল, রতন সরকার, মন্দিরের সভাপতি, শ্রী ভানুজা প্রসাদ সরকার, সিনিয়র সহ-সভাপতি প্রদিপ চন্দ্র গোস্বামী ,সাধারণ সম্পাদক রাম চন্দ্র বর্মন, মন্দির কমিটির সদস্য প্রদিপ কুমার রায়, প্রদীপ কুমার, প্রমুখ ।
এসময় মোঃ আনছার আলী (চেয়ারম্যান) বলেন, সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বেরিয়ে এসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান - সব ধর্মে মানুষের রক্তের বিনিময়ে আমরা গড়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই।
মন্দির কমিটির সভাপতি ভানুজা প্রসাদ সরকার ও সাধারণ সম্পাদক রাম চন্দ্র বর্মন মন্দিরের নির্মানের বরাদ্দ দেওয়ায় মোঃ আনছার আলী চেয়ারম্যান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


0 coment rios: