কাউনিয়া প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) অর্থায়নে এআইএফ-৩ এর আওতায় ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট উৎপাদন খামার উদ্বোধন করা হয়েছে।
এ সময় তিনি বলেন, ফসলে কীটনাশক ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব কম্পোস্ট সার তথা কেঁচো সার প্রয়োগে শস্যের উৎপাদন বৃদ্ধি এবং কৃষক আর্থিক ভাবে লাভবান হবে। আবাদে বেশী ফলনের আশায় অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহারের ফলে পরিবেশ যেমন বিপন্ন হচ্ছে, ঠিক তেমনি রোগ-ব্যাধির আক্রমণও বাড়ছে। ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট সারে সুফল পাওয়ায় কৃষকের মাঝে দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে।
উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ মাহবুবার রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) অশোক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুল আলম ও কল্লোল কিশোর সরকার, ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট উৎপাদন খামারের পৃষ্ঠপোষক মোঃ তাজরুল ইসলাম, সাব্দী মৌলটারী সিআইজি কৃষক সমবায় সমিতি লিঃ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন,মোঃ ওয়াহেদুল ইসলাম প্রমূখ।


0 coment rios: