মোঃ আসাদুজ্জামান ,কাউনিয়া,(রংপুর): রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে এক মাদকসেবীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) পেয়ারুল ইসলাম মারা গেছেন। গত শনিবার বেলা সোয়া এগারটার দিকে রংপুর মেডিকেলে
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে শুক্রবার গভীর রাতে হারাগাছের সাহেবগঞ্জ এলাকায় চিহ্নিত মাদকসেবী পলাশকে আটক করতে গেলে তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পেয়ারুলের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত এএসআই পিয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মিন্টু মাস্টারের ছেলে। হারাগাছ মেট্রো পলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


0 coment rios: