কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ‘‘সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী ’’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রংপুরের কাউনিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ আরিফ মাহফুজ, সমাজসেবা কর্মকর্তা সামিউর রহমান, কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, যুবউন্নন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ইউনিয়ন প্রশিক্ষন নেয়া সাতজন অসহায় দরিদ্র উপকারভোগী নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।


0 coment rios: