মোঃ আসাদুজ্জামান আসাদ,কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার প্রধান সড়ক জামতলা (থানা রোড) মোড় থেকে বাগদাদ মার্কেট পর্যন্ত রাস্তার দীর্ঘ দিনের বেহাল দশা ভোগান্তি
নিয়ে যাতায়াত করছে জনগণ। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জনসাধারন চরম ভোগান্তী পরছে। দূত সংস্কার দাবী এলাকাবাসীর
সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার বাগদাদ মার্কেট থেকে জামতলা মোড় পর্যন্ত শতশত যানবাহন চলাচলে সড়ক হিসেবে ব্যবহার করা হয়।রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। দীর্ঘ দিনের বেহাল দশা থাকলেও ভোগান্তি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করছে কয়েক হাজার জনগন। সড়কটিতে অধিকাংশ জায়গাতেই খানাখন্দ যার ফলে সামান্য বৃষ্টিতে সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়কটিতে দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রাক, লরী, হ্যালোবাইক, সিএনজি, প্রাইভেটকারসহ অসংখ্য যানবাহন চলাচল করছে। বৃষ্টিতে জমে থাকা হাঁটুপানির ভেতর খানাখন্দ থাকায় ছোট ছোট যানবাহনগুলো মাঝে মধ্যে উল্টে জানমালের ক্ষতি সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে গেছে ।
কাউনিয়া উপজেলা চেয়ারম্যান প্রশাসনের কাছে ব্যাবসায়িদের দাবী দ্রæত সংস্কারের । সানাই মোড় ব্যাবসায়ি সমিতির সভাপতি মোঃ মামুনুর রহমান বলেন,আমরা সব সময় দেখি রাস্তাটার এমন দশা এ আমলে নিতে হবে । এটা উপজেলা প্রপার রাস্তা মেরামত না করলে নোংড়া অপরিস্কার পরিবেশের ক্ষতি হচ্ছে।হ্যালোবাইক চালক আইয়ুব বলেন, সড়কটি অনেক দিন ধরে ভাঙ্গাচুড়া রয়েছে, খুব কষ্ট হয় এই সড়ক দিয়ে গাড়ি চালাতে। কাউনিয়া কলেজের ছাত্রী মিষ্টি সরকার বলেন আমাদের এ্যাসাইন্টম্যান্ট দিতে কলেজে যেতে হয় । গতকাল এসে পরে জামা নষ্ট হওয়ায় বাড়ি ফিরে গেছি। এই অবস্থা থাকলে আমরা কি করে চলাচল করবো প্রশাসন ও চেয়ারম্যানেরা কি দেখেনা ।পিক্যাব ড্রাইভার শাকিল বলেন আমি প্রতিদিন দোকানের মালামাল নিয়ে আসি রংপুর থেকে মধুপুরে পানির জন্য দেখা যায় না পরশু দিন পরে হাসপাতালে দুদিন ছিলাম । জীবনের ঝুঁকি নিয়ে পেটের চালাতে হচ্ছে। সড়কটি ভাঙ্গা ও গর্ত থাকার কারনে ঠিকমত চলাচল করা যায় না। এলাকাবসীর দাবী জানান রাস্তাটি সংস্কারের ।
এব্যাপারে বালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনছার আলীর এর কার্যালয়ে গিয়ে দেখা পাওয়া যায়নি । ফোন দিলে তা রিসিভ করেননি ।


0 coment rios: