কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে প্রথমে ভয় কাজ করলেও এবার সেই টিকায় আস্থা বেড়েছে কাউনিয়ার মানুষের। প্রতিদিনই বাড়ছে টিকা নিতে আগ্রহীদের সংখ্যা। উপজেলায় ৯ আগষ্ট থেকে দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
সরেজমিনে, কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ বৃহস্পতিবার (১২ আগষ্ট) পর্যন্ত মোট ১২ হাজার ৮৪৯ জন নারী-পুরুষ করোনার পথম ডোজ টিকা গ্রহণ করেছেন। আর ৯ হাজার ৯শ ৮৫ জন ২য় ডোজ টিকা নিয়েছেন। বৃহস্পতিবার (১২ আগষ্ট) এই কার্যক্রমে সাধারণ মানুষের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
তালুকশাহাবাজ থেকে টিকা নিতে আসা মোঃ জহুরুল ইসলাম (৬০) ও রাজিব থেকে আসা মোছাঃ ফেরেজা বেগম দৈনিক যুগের আলো কাউনিয়া প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান কে জানান, টিকা না নিলে নাকি জরিমা করবে টিপিত কইছে এইজন্য আসছোং । তাছাড়া আগের টিকা দিলে নাকি জ¦র আসছিল , এটা নাকি ভাল সবাই দেয় আমরাও দিই আল্লাহ্ ভরশা।
কাউনিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মীর হোসেন বলেন, প্রতিদিনই টিকা নিতে আগ্রহীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নারী-পুরুষ সবাই টিকা নিতে আসছেন টিকা কেন্দ্রে। এখন পর্যন্ত টিকা গ্রহণকারীদের মধ্যে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। যারা এ পর্যন্ত টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন বলে জানান তিনি।


0 coment rios: