কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ ঢাকা থেকে বাবা-মায়ের সাথে ঈদ করতে দাদার বাড়ীতে এসে পুকুরে ডুবে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন বুধবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের গোপাল গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম সিনা আক্তার (২)। সে গোপাল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। পারিবারিক সুতে জানাগেছে , সাইদুল ইসলাম ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। কয়েক দিন আগে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসেন। গত বুধবার রাতে শিশুটিকে শয়ন ঘরে ঘুমিয়ে রেখে মা চায়না বেগম অন্য ঘরে রান্না করছিলেন। রাত সাড়ে আটটার দিকে শিশুটি ঘুম থেকে জেগে উঠে মাকে খুঁজতে ঘর থেকে বের হয়ে বাড়ীর উঠানের পাশে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে তা উদ্ধার করে তার স্বজনরা। উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার মুঠোফোনে পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন ওই দম্পতি।


0 coment rios: