কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় জুয়া খেলার অপরাধে ১১ জন জুয়ারুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১১ জন জুয়ারু গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার উত্তর মহেশা গ্রামের মৃত্যু মীর মনজুম হোসেনের পুত্র মীর রবিউল ইসলাম (৩২) মৃত্যু আব্দুর রহমানের পুত্র মোঃ হাছেম আলী (৬০) শিবু মাঝাপাড়া গ্রামের মৃত্যু বদিউজ্জামানের পুত্র মোঃ আঃ রশিদ (৫০) শিবু কুঠিপাড়া গ্রামের মোঃ আমজাদ হোসেনের পুত্র মোঃ আশরাফুল ইসলাম (৩৪) জরিফ উদ্দিনের পুত্র মোঃ আমিনুল ইসলাম (৩২) মোঃ শহিদুল ইসলামের পুত্র মোঃ আমিনুল ইসলাম (২৫) মুত্যু ছায়াদ মিয়ার পুত্র মোঃ মতলেব হোসেন (৬৫) নাজিরদহ গ্রামের মহসিন আলীর পুত্র মোঃ আঃ রশিদ (২৮) নুরুজ্জামানের পুত্র মোঃ আলম মিয়া (৩০) গোলজার হোসেনের পুত্র মোঃ জিলহজ (২৬) মৃত্যু রজব আলী পুত্র মোঃ মোজাফফর হোসেন জিবন(২৮) ওসি মাসুমুর রহমান বলেন অভিযান চালিয়ে মীরবাগ মহেশা,শিবু কুঠিপাড়া,শিবু মাঝাপাড়া ও নাজিরদহ গ্রাম থেকে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।


0 coment rios: