সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

Sunday, July 11, 2021

কাউনিয়ায় ৩য় ধাপে গৃহ ও ভুমিহীনদের ভুমি ও পাকা বাড়ির তালিকা তৈরী বিষয়ে বক্তব্য রাখছেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন।

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় ৩য় ধাপে গৃহ ও ভুমিহীনদের ভুমি ও পাকা বাড়ির তালিকা তৈরী বিষয়ে আলোচনা সভা পরিষদ হল রুমে রবিবার বিকালে নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সামাজিক দুরত্ব বজায় রেখে কি ভাবে অসহায় মানুষ গুলোকে টেকসই বাড়ি তৈরী করে দেয়া যায় সে বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন সরকার, আশরাফুল ইসলাম, আনছার আলী, শফিকুল ইসলাম শফি, রাকিবুল হাসান পলাশ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার প্রমূখ। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহ ও ভুমিহীনদের ভুমি ও পাকা বাড়ি করে দিচ্ছেন। এই প্রকল্পে কোন প্রকার দুর্নীতি বরদাস্ত করা হবে না। শেখ হাসিনার প্রানের এই প্রকল্প বাস্তবায়নে সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। শেখ হাসিনার একটি উদ্যোগ পাল্টে দিয়েছে গ্রামের চিত্র। এটা আমাদের ধরে রাখতে হবে। কাউনিয়া উপজেলায় ৩য় ধাপে গৃহ ও ভুমিহীন পরিবারের তালিকা এবং স্থান যথাযথ ভাবে যাচাই বাছাই করে টেকসই সম্ভবতা যাচাই করে তবেই ঘরের কাজ করার আহবান জানান। নির্বাহী অফিসার তাহমিনা তারিন প্রধান মন্ত্রীর উপহার পাকা বাড়ি তৈরীতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: