জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় মটর সাইকেল টেকনিশিয়ানদের সাথে হিরো মটর সাইকেল ডিলারের মতবিনিময় সভা শুক্রবার বিকালে উপজেলা টিপু মুনশি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
নিলয় মটরস্ লিঃ (হিরো )'র আয়োজনে মা-মটরস্ এর সত্বাধিকারী সোহানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন। টেরিটরি ম্যানেজার মাসুদ করীম,টেরিটরি ম্যানেজার রিফাতরিযা,সাংবাদিক জহির রায়হান, টেকনিশিয়ান আব্দুল লতিফ, ভরত চন্দ্র, মাহবুব আলম, প্রমূখ। পরে লটারির মাধ্যমে টেকনিশিয়ানদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।


0 coment rios: