কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের ভায়ার হাট এলাকায় সোমবার সকালে কীটনাশক পানে আজিজুল ইসলাম(৫৫)নামের এক কৃষক আত্মহত্যা করেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার ভায়ার হাট এলাকার মৃত্যু কমির উদ্দিনের পুত্র আজিজুল ইসলাম রবিবার রাতে সবার অজান্তে কীটনাশক পান করে। ভোরে পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। চিকিৎসা ধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। ওসি মাসুমুর রহমান বলেন পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


0 coment rios: